সাটুরিয়ায় রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপন

বৃক্ষরোপন

মানিকগঞ্জের সাটুরিয়ায় দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপণ করেছে রোভার স্কাউট গ্রুপ। সেই সাথে কলেজের প্রাক্তণ রোভারদের বিদায় ও নতুনদের স্বাগত জানানো হয়।

সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহীন।

রোভার স্কাউট গ্রুপের আরএসএল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক হাসান আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ দিপা রানী পৈত।

কলেজ প্রাঙ্গণে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে প্রাক্তণ রোভারদের বিদায় ও নতুনদের স্বাগত জানায় অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ শাহীন বলেন, বৈশ্বিক উষ্ণায়নরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। সেক্ষেত্রে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ সময় তিনি সবার বাড়িতে ও বাড়ির আশেপাশে গাছ লাগানোর জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে হাসান আলী বলেন, রোভারিং এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল আধুনিক সময়ে টেকসই উন্নয়নের কথাই মূলত বলে গেছেন। তিনি বলেছেন, তোমরা যেমন পৃথিবী পেয়েছো তার থেকে অধিকতর সুন্দর করে রেখে যাও।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top