সিকিমে আকস্মিক বন্যা, ২৩ সেনাসদস্য নিখোঁজ

সিকিম বন্যা

ভারতের সিকিমে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় নিখোঁজ হয়েছেন ২৩ ভারতীয় সেনা সদস্য। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কিছু সামরিক স্থাপনাও।

বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, প্রবল বর্ষণে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তা নদীতে চলে আসায় সেখানে বন্যা দেখা দিয়েছে। আকস্মিক ওই বন্যায় ভারতীয় সেনাবাহিনীর ২৩ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন: ভিডিও কল চালু রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

বন্যায় লাচেন উপত্যকায় অবস্থিত কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে পানির স্তর ১৫-২০ ফুট বেড়ে যায়। যেকারণে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানিতে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top