নৌকাডুবিতে ৭৬ জনের মৃত্যু

নৌকাডুবি

নৌকাডুবির ঘটনায় নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় ৭৬ জন নিহত হয়েছেন।  এরা সবাই বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে যাচ্ছিলেন নিরাপদ আশ্রয়ের দিকে।

গত ৭ অক্টোবর যাত্রাপথে নৌকাটি ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নাইজেরিয়ার এ ঘটনা ঘটে।  

দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে অনন্ত ৮০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

আরো পড়ুন: যে আমাকে অনেক ভালবাসবে তাকেই বিয়ে করব: সুবাহ

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। সেই সাথে তিনি দেশের পানি পরিবহণ ব্যবস্থাজুড়ে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দিয়েছেন।

বন্যাদুর্গত মানুষদের নিয়ে ওগবাকুবার নকোবাজারে যাওয়ার সময় নৌকার ইঞ্জিন বিকল হয়ে একটি সেতুতে আঘাত পেয়ে নৌকাটি ডুবে যায়।

নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার কবলে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top