দু‘একদিনের মধ্যে সাড়ে তিনলাখ ব্যাগ স্যালাইন চলে আসবে

health minister

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনো মশা বাড়ছে-তাই ডেঙ্গুরোগীও বাড়ছে, মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাইনা, ইতিমধ্যে ৭শ;র বেশী মৃত্যু হয়েছে।

মন্ত্রী আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর অন্যন্য দেশে মশা নিধনে ভাল করে স্প্রে করেছে,  কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওইসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম।

ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এজন্য সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এডিস মশা নিধনে যথাযথ কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সকলে মিলে কাজ করলে কোভিড নিয়ন্ত্রন যেভাবে করা হয়েছে, ডেঙ্গুও সেভাবে নিয়ন্ত্রন করা হবে।

ডেঙ্গু চিকিৎসায় স্যালাইন সংকটের ব্যাপারে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ভারত থেকে ৭ লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে ৩ লাখ স্যালাইন চলে আসবে। বাকীগুলো শিগগিরই এসে পৌছেবে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top