মানিকগঞ্জে প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ

স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে সরকারী ঔষধ কারখানার জন্য জমি অধিগ্রহনে কারসাজির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে-মেয়েকে নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ করেছে মন্ত্রীর অনুসারী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আজ শনিবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে জেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসুচীতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব কুমার সাহার সঞ্চালনায় যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, আওয়ামীলীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান ইস্রাফিল হোসেন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শামিম মিয়া, যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, মহিলা যুবলীগের আহবায়ক রোমেজা আক্তার খান মাহিন , ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, মানিকগঞ্জের জেলা প্রশাসকের গাফলতির কারনে ২ হাজার কোটি টাকার প্রকল্প বন্ধ হওয়ার পথে। এই প্রকল্প মানিকগঞ্জে বাস্তবায়ন হলে (সরকারী ঔষধ কারখানা) জেলার পাঁচ থেকে ছয় হাজার মানুষের কর্মসংস্থান হবে। আর যদি অন্যত্র চলে যায়,কর্মসংস্থানের অভাবে এ জেলার শিক্ষিত যুব সমাজ,শ্রমিক ও খেটে খাওয়া মানুষের তাতে ক্ষতি হবে।

বক্তারা আরো বলেন, প্রথম আলো হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে,সরকারের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে। এ পত্রিকাটি বাংলাদেশের উন্নয়ন চায় না,দেশের মানুষের উন্নয়ন চায় না। তারা খুঁজে খুঁজে বেছে বেছে কোন আসনে কোন প্রাথী জনপ্রিয় সেই প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছে।

তারা বলেন, প্রথম আলো সংবাদ প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করেনি,তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। প্রথম আলো হচ্ছে মানবতা বিরোধী,জঙ্গীবাদের পত্রিকা। এই পত্রিকা বয়কট করা হলো এখন থেকে এই পত্রিকা মানিকগঞ্জের আর কেউ পড়বে না।

বিক্ষোভ শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রথম আলো পত্রিকায় আগুন দেয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top