শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতি’র সভাপতি মোছা. ছানিহুর আক্তারের সভাপতিত্বে ও হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ.খ.ম নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি, মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জ্জামান খান আরিফ, ধানকোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার।

মানববন্ধনে উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক, স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ শত শত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

উল্লেখ্য সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেন কে গত বুধবার সকালে বিদ্যালয়ের সামনে পিটিয়ে আহত করে দুই সন্ত্রাসী । তিনি বর্তমানে সাটুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সবখবর/ সারাদেশ

নিউজটি শেয়ার করুন
Scroll to Top