গণপিটুনিতে ডাকাত নিহত, আহত পুলিশ কনস্টেবল

মানিকগঞ্জে মহাসড়কে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে লাভলু মিয়া নামে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। এঘটনায় ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছে পুলিশের এক কনস্টেবল।

রবিবার রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগির মেঘশিমুল এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত ওই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ডাকাত সদস্য লাভলু টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নরজনা গ্রামের শামসুল হকের ছেলে। অপরদিকে আহত পুলিশ সদস্য রাকিব হাসানের বাড়ি নারায়নগঞ্জ জেলায়। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত আছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, রাতে মহাসড়কে যানবাহন থামিয়ে ডাকাতি হচ্ছে এমন খবর জানিয়ে ৯৯৯ এ ফোন দেয় জনৈক ব্যক্তি। ফোন পাওয়ার পরপরও পুলিশের একটি টিম ঘটনাস্থলে চলে যায়। এসময় পুলিশ ৬/৭ জনের ডাকাতদলকে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে ওই ডাকাত তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল। পরে মহাসড়কে থাকা লোকজন ওই ডাকাতকে ধরে গনপিটুনি দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top