এবারও বঙ্গবন্ধুর নামে কোরবানি দিচ্ছেন আ‘লীগ নেতা রনি

cow

গত কয়েক বছর ধরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পশু কোরবানি দেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম রহমান খান রনি।

এরই ধারাবাহিকতায় তিনি আগামীকাল একটি ষাঁড় কোরবানি দিবেন বঙ্গবন্ধুর নামে।

১ লাখ ৮৫ হাজার টাকা দামের ৫ মণ ওজনের ষাঁড়টি কোরবানি দিয়ে তিনি এর মাংস আরিচা এলাকার দু:স্থদের মাঝে বিতরণ করবেন বলে জানা গেছে।

ফাহিম রহমান খান রনি শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানুর ছেলে। তিনি এবছর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফাহিম রহমান খান রনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য কাজ করে। বঙ্গবন্ধু খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তারই আদর্শকে বুকে ধারণ করে গত ৪ বছর ধরে তিনি বঙ্গবন্ধুর নামে পশু কোরবানি দিয়ে আসছেন। স্থানীয় হতদরিদ্র মানুষ যারা কোরবানি দিতে পারেন না মূলত তাদেরকে সম্মানিত করতেই তার এই আয়োজন। যতদিন বেঁচে থাকবেন তিনি এই ধারাবাহিতকা বজায় রাখবেন।

তিনি আরো জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

আ‘লীগ নেতার এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top