রমজানে দিনে ৫বার জীবানুমুক্ত হয় মসজিদে নববী

মসজিদে নববী

মদিনায় মসজিদে নববীতে পবিত্র রমজান মাসের শুরু থেকে কমপক্ষে প্রায় দেড় কোটি মানুষ নামাজ আদায় করেছেন।

তাই মসজিদে নববীর দর্শনার্থীদের পরিষেবা প্রদানের জন্য এবং মসজিদের গুণগত মান বাড়ানোর অংশ হিসেবে প্রতিদিন ৫ বার জীবাণুমুক্ত করা হয়।

মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, পুরো মসজিদ ৫ বার জীবাণুমুক্ত করার পাশাপাশি এর টয়লেটগুলিও দিনে প্রায় ১০ বার পরিষ্কার করা হয়।

মসজিদে নববীর কার্পেট পরিষ্কার করতে মোট ৩০০টি কার্পেট-সুইপিং মেশিন এবং ৯২টি ফ্লোর ওয়াশিং মেশিন ১৮ হাজার লিটার পরিবেশবান্ধব জীবাণুনাশক দ্বারা মেঝে ধুয়ে দেয়।

প্রতিদিন প্রায় ১৫ হাজার লিটার ফ্রেশনার মেঝেতে ব্যবহার করা হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top