মানুষকে বিভ্রান্তিতে ফেলে ক্ষমতায় যেতে চায় বিএনপি- মির্জা আজম

মির্জা আজম

নির্বাচন কমিশন যখন আগামী সংসদ নির্বাচনের দিনক্ষণ চুড়ান্ত করেছে, ঠিক সেময় নানা ধরণের চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি-এমন মন্তব্য করে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে তারা রাস্ট্রিয় ক্ষমতায় যেতে যায়।

বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে মোকাবেলা ও প্রতিহুত করার জন্য আওয়ামীলীগ প্রস্তত।

তিনি বলেন, বিএনপির মহাসমাবেশে আওয়ামীলীগের একটি জেলা সম্মেলণের সমান লোকও হয়না।তারপরও তারা বলে বেড়ায় জনস্রোত দেখে আওয়ামীলীগ নাকি ভয় পেয়েছে।আওয়ামীলীগ ভয় পাওয়ার দল নয়, জনগণই বিএনপিকে প্রত্যাখান করেছে।

মির্জা আজম বলেন, যারা ভোট চুরি করে ক্ষমতায় আসে।তাদের মুখে গণতন্ত্র আর নিরপেক্ষ ভোটের কথা মানায় না।সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সম্মেলণে স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন ফরাজীসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনে আব্দুল আলীম মিন্টু সভাপতি ও হামিদুর রহমান আলাই সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top