মানিকগঞ্জে জাতীয় পাট দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহসীন মৃধা ও জেলা পাট উন্নয়ন র্কর্র্মকতা মো.জিয়াউর রহমান খানসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় শতাধিক পাট চাষী ও পাটচাষের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা পাট উন্নয়ন র্কর্র্মকতা মো.জিয়াউর রহমান খান বলেন, দেশের উন্নতজাতের পাট ও পাট চাষের জন্য সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে আসছে। পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করতে, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করেছেন। এছাড়া পাট চাষের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। চলিত মৌসুমে জেলায় বিনামূল্যে ১৪ হাজার ২৭০জন পাট চাষীকে উন্নতজাতের পাট বীজ, রাসায়নিক সার ও প্রশিক্ষণ পাবে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top