মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক এক

murder

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরই গ্রামে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটে যুবকের বিরুদ্ধে। এঘটনায় পুলিশ অভিযুক্ত শুকুর আলীকে আটক করেছে।

শনিবার বেলা ১১ টার দিকে ওই বখাটের বাড়ির পাশের একটি খাদ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তার ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে প্রতিবেশী আলাল উদ্দিনের ছেলে শুকুর আলী (৩৫) দুই বাড়ির মধ্যখানে অবস্থিত একটি খাদে নিয়ে রাবেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে হত্যার খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানায় নিহতের বড় ছেলে আলী রেজা।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত শুকুর আলী নেশাগ্রস্ত। তাকে আটক করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top