কৃষি শ্রমিককে হত্যার ১৫ ঘন্টায় অভিযুক্ত গ্রেপ্তার

murder

মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি শ্রমিক হত্যাকান্ডের ১৫ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গ্রেপ্তার সোহেল রানা রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। অপর দিকে সোহেলের হাতে নিহত আজিদ প্রামানিকের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর গ্রামে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৩ মে হরিরামপুরের হেলাচিয়া গ্রামের জনৈক লাভলু মিয়ার বাড়িতে ধানকাটার কাজে যায় সোহেল ও আজিদ। তাদের দুজনের পরিচয় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার শ্রমিকের হাটে। গতকাল রবিবার সকালে ধানের খড় শুকাতে যাওয়ার সময় গাজা সেবন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল লাঠি দিয়ে পিটিয়ে আজিদকে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরো জানান, এঘটনায় নিহত আজিদের বাবা আব্দুল কাদের একটি মামলা করে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোহেলের নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top