এসডিজি বাস্তবায়ন শীর্ষক সেমিনার

সেমিনার

কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়ন শীর্ষক এক সেমিনার মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা হল রুমে এডাব জেলা শাখার আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এডাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এএসএম নূরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা জ্যোতিশ্বর পাল।

এসময় আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজ সেবা অফিসার রুশিয়া আক্তার, এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক, বিভাগীয় সমন্বয়কারী নূরুল আমীন স্বপন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. ওমর ফারুক, স্টেপের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম, পাশা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদ জামান,আরব’র প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ, কমিউনিকেশন অফিসার মো. আনিসুর রহমান প্রমূখ।

সেমিনারে বক্তরা বলেন, সরকারি- বেসরকারি সংস্থার স্বতঃস্ফুর্ত অংশগ্রহন, পারস্পরিক বুঝাপড়া ও সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটি খাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় এসডিজি বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখবে।

কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে সেমিনারে কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়ন নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top