মানিকগঞ্জে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সহকারী কমান্ডার ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পৌরকর্মচারীরা।

সোমবার বেলা ১টার দিকে পৌরসভার সামনে মানববন্ধন শেষে এক ঘন্টার কর্মবিরতি পালন করা হয়।

এসময় পৌর সচিব বজলুর রশিদ, নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেন, হিসাব রক্ষক আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন: প্রায় আড়াই লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার দুই

এসময় বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

প্রসঙ্গত, গতকাল রোববার সকালে শহরের পূর্ব দাশড়া এলাকায় বাসা থেকে হাটতে বের হন আব্দুল আজিজ। এসময় তিনি গঙ্গাধরপট্টি এলাকায় আসলে প্রতীম নামে এক বখাটে যুবক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি প্রতিবাদ করলে ওই বখাটে তাকে লোহার রড দিয়ে মাথায় ও চোখে আঘাত করে। তিনি বর্তমানে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top