ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানিকগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের নি:শর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখছেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু

মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সম্পাদক বিএম খোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা ও উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের নানা ভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানান সরকারের প্রতি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে এই মামলায় আটক সাংবাদিকদের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top