কর্মস্থলমুখি যাত্রীর চাপ নেই পাটুরিয়ায়

Paturia

ঈদের ছুটি শেষে আজ থেকে অফিস-আদালত খুলেছে। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ আবার জীবিকার তাগিদে ঈদে শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তবে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি ও যাত্রীবাহী লঞ্চ থাকায় ভোগান্তি ছাড়াই স্বস্থিতে নদী পার হয়ে কর্মস্থল রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফিরছে।

সকালের দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কর্মস্থলমুখি মানুষের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার দুপুরের দিকে কমে গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ২০ টি ফেরি ও সাধারণ যাত্রীদে পার করার জন্য নৌরুটে ২০ টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। ফলে কর্মস্থলমুখি যাত্রীরা স্বস্থিতেই নদী পার হতে যার যার গন্তব্যে চলে যাচ্ছে বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণ্যিজ শাখার উপমহাব্যবস্থাপক(ডিজিএম) শাহ মোঃ খালেদ নেওয়াজ এ তথ্যটি জানিয়েছেন।

শাহ মোঃ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের নৌবহরে ২০ টি ফেরি দিয়ে কর্মস্থলমুখি যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। সকালের দিকে ঢাকামুখি যাত্রীর কিছুটা চাপ থাকলেও দুপুরের দিকে কমে গেছে। তবে বিকেলে দিকে কর্মস্থলমুখি যাত্রীর সংখ্যা বাড়তে পারে। কিন্তু নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়াই স্বস্থিতে ঈদে শেষে কর্মস্থলে ফিরছে ঈদে ফেরত মানুষ।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০ টি যাত্রীবাহী লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তবে গতবারের ঈদের মতো পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীদের ভোগান্তি নেই বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না নন্দী লাল।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top