স্ত্রীকে এসিড নিক্ষেপেরে দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জে স্ত্রী রেবেকা বেগমকে(৫৬) এসিড নিক্ষেপ এর দায়ে স্বামী সাইজুদ্দিন মিয়াকে (৬০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন। 

সাজাপ্রাপ্ত সাইজুদ্দিন মিয়া সিংগাইর উপজেলার ধল্লা লাক্ষীপুর গ্রামের মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে।

আদলত সুত্রে জানা গেছে, পরিবারের স্বচ্ছলতার জন্য সাইজুদ্দিন বিদেশে গিয়েছিলেন। ২০০৯ সালে তিনি ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আবার বিদেশে যেতে চাইলে স্বামী সাইজুদ্দিনের সাথে দ্বন্দ্বের সৃস্টি হয়। স্বামীর কথা না শুনে বিদেশে যাওয়ার চেষ্টা করলে সাইজুদ্দিন ২০০৯ সালের ২৮ মে রাতে রেবেকার ওপর এসিড নিক্ষেপ করে। 

এই ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা ঘটনার পরদিন তার সৎ বাবা সাইজুদ্দিন মিয়াসহ ৪জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১০জনের সাক্ষ্য গ্রহণ শেষে সাইজুদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সাথে আদালত  সাইজুদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডও করেন।

ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকায় আদালত অপর তিন আসামীকে খালাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top