রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

মানিকগঞ্জের দৌলতপুরে বোরো সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে কার্যক্রমের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো: এনায়েত উল্লাহ।

এসময় উপপরিচালক বলেন, আমাদের সমলয়ের বিষয়ে যা হলো একসাথে জমিতে ফসল উৎপাদন করব এবং একসাথে ফসল কাটবো। এমনকি অল্প সময় যেন লাগে, খরচ যেন কম হয় সেইজন্য আমাদের আধুনিক যন্ত্র ব্যবহার করতে হবে।

জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, আমাদের দেশের এক একর জমি থেকে যে ফসল হয়, জাপানে তাদের এক একর জমিতে তিনগুণ ফসল উৎপাদন করে। কিন্তু আমাদের জমি পৃথিবীর সেরা জমি, তবে কেন আমাদের জমি থেকে ডাবল ফসল উৎপাদন করতে পারব না। আমি যদি ফসল দিগুণ করতে পারি তাহলে আমাদের খাদ্য কিনতে হবে না, ভিক্ষা করতে হবে না।

আরও বলেন, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যারা সত্যিকারের কৃষি কাজ করেন এবং যারা প্যান্ট পড়া ভদ্রলোক আছেন তাদেরকেও কৃষি কাজে এগিয়ে আসতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোথাও এক ফোটা জমি পতিত রাখা যাবে না।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো: রেজাউল হকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top