সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

সিংগাইর

মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন নামে এক মসজিদের  ইমামের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল ধাইরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসাইন ওই গ্রামের মৃত আরাব আলীর ছেলে। তিনি সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইর (পুকুর পাড়া) জামে মসজিদের ইমাম ছিলেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘মাওলানা ইসমাইল হোসাইন দুপুরে গোসল করার জন্য পানির মোটরের সুইচ দেন। মোটর চালু না হওয়ায় ওই মোটরে হাত দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top