শিবালয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

পুরস্কার বিতরণী

মানিকগঞ্জের শিবালয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় কাবাডি প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় নালী বড়রিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শাকরাইল উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

এসময় জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন- শাকরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার সাহা, বেজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান, বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফর রহমান খান, রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকিবুল হাসান প্রমুখ।

উপজেলার ছয়টি বিদ্যালয় থেকে ৬০ জন বালক এই প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top