প্রায় আড়াই লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার দুই

মানিকগঞ্জে প্রায় আড়াই লাখ টাকার হেরোইনসহ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রবিবার রাতে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী গ্রামের মো: সবজেল আলীর ছেলে উজ্জল ও চামটা গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মুকুল হোসেন।

আরো পড়ুন: আপাতত ঢাকায় আসছেন না নোরা ফাতেহি

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,  গতকাল রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই আসাদ মিয়ার নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দোয়েল ক্লিনিকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২  লাখ ৩০ হাজার টাকা।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top