আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন মহিউদ্দীন-টুটুল

মহিউদ্দিন ও টুটুল

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল।

গতকাল রবিবার তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন।

গত মেয়াদে গোলাম মহীউদ্দীন জেলা পরিষদের প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বর্তমানেও তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন: মানিকগঞ্জ বিএমএর নির্বাচনের তফসিল ঘোষণা

গত ২৩ আগস্ট নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময়। আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। এছাড়াও তফসিল অনুযায়ি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১৭ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top