চিনির বাজারে ভোক্তা অধিকারের অভিযান

ভোক্তা অধিকারের অভিযান

অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে মানিকগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বিকেল ৪ টার দিকে মানিকগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।

সরকার নির্ধারিত খোলা চিনি কেজি প্রতি ৯০ টাকার স্থলে ১১০ টাকা এবং ৯৫ টাকা দরের প্যাকেট চিনি ১১৫ টাকা বিক্রির দায়ে দুলাল স্টোরকে ১৫ হাজার টাকা, মহিউদ্দিন স্টোরকে ৫ হাজার টাকা ও হাজি ওয়াহেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রুমেল জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোতে চিনি ক্রয়ের কোন রশিদ পাওয়া যায়নি। অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রিয় না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top