রাণীর মৃত্যুতে বাকিংহাম প্যালেসের বাইরে জনসমুদ্র

রানী এলিজাবেথ

৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা এই রানি গতকাল বৃহস্পতিবার মারা গেছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জনসমুদ্রে পরিনত হয় বাকিংহাম প্যালেসের বাইরে। এর আগে মধ্য লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হতে থাকেন সাধারণ নাগরিকরা।  তাদেরকে শোকের মধ্যেই সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেছে।

আরো পড়ুন: ব্রিটেনের রাণীর মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত এক বছর ধরে রাণীর স্বাস্থ্য অনেকটাই খারাপ যাচ্ছিল। তার চলাফেরাতেও সমস্যা হচ্ছিল। অসুস্থতার কারণে তিনি অনেক অনুষ্ঠানেই অংশ নিতে পারেননি। রাণির অবর্তমানে তার ছেলে প্রিন্স চালর্স সকল দায়িত্ব পালন করছিলেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top