প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, ফল বিক্রেতা গ্রেপ্তার

ঘিওর

বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মানিকগঞ্জের ঘিওরে ফজলু মিয়া (৪৫) নামে এক ফল বিক্রেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে অভিযুক্ত ফল বিক্রেতাকে পুলিশ আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তার ফজলু মিয়া ঘিওর উপজেলার বরটিয়া গ্রামের আদু মিয়ার ছেলে।

আরো পড়ুন: কর্ণফুলি নদীতে জাহাজডুবি, নিখোঁজ ৬

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, ফজলু মিয়া ঘিওরের বিভিন্ন গ্রামে ভ্যান গাড়িতে করে ফল বিক্রি করেন। গত মঙ্গলবার সে রামকান্তপুর গ্রামে ফল বিক্রি করতে যায়। রামকান্তপুর গ্রামে ওই তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ফজলু মিয়া তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

মঙ্গলবার রাত ১২ টার দিকে নির্যাতনের শিকার ওই তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে ভোরে পুলিশ অভিযান চালিয়ে বরটিয়া গ্রাম থেকে ফজলু মিয়াকে গ্রেপ্তার করে। 

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top