পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পেলো বাইসাইকেল আট স্কুল ছাত্র

বাইসাইকেল

মানিকগঞ্জে  শিবালয় উপজেলার দশচিড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এসে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ে আট প্রাইমারী স্কুল ছাত্র পেলো বাইসাইকেল। শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে বিজয়ী আট জনের মাঝে এই সাইকেল গুলো বিতরণ করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান ।

মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাকে ব্যক্তিগত উদ্যোগে এই বাইসাইকেল গুলো দেয়া হয়। এভাবে মোট চল্লিশ জনের মাঝে তিনি সাইকেল দেয়ার ঘোষনা দেন।

এসময় মসজিদ কমিটির সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, স্থানীয় ইউপি সদস্য সহিজ উদ্দিন আদু,মসজিদের কোষাধ্যক্ষ প্রভাষক মো. আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান দশচিড়া গ্রামে দু:স্থ্যদের মাঝে শীতবস্ত্রও  বিতরন করেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top