Arrest

নকল চিপস উৎপাদনের যন্ত্রপাতিসহ দম্পতি গ্রেপ্তার

নকল চিপস উৎপাদনের যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকিং সরঞ্জামাদিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার ঘিওর উপজেলার পেচারকান্দা গ্রামের মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৫২) ও তার স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩৮)।

আরো পড়ুন: লেবু দিয়ে মোবাইল চার্জ!

প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল চিপস উৎপাদন করে তা বাজারে বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে নকল চিপস উৎপাদনের যন্ত্রপাতি ও কাঁচামালসহ ৪ লাখ ৬১ হাজার ২০০ টাকার মালামাল উদ্ধার করে তাদেরকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top