চাঁদা না পেয়ে পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন

ট্রলারে অগ্নিকান্ড

চাঁদা না পেয়ে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে পাটখড়ি বোঝাই একটি ট্রলারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে পাটখড়ি বোঝাই ট্রলারটি নারায়ণগঞ্জের একটি পারটেক্স মিলের দিকে যাচ্ছিল। এসময় ট্রালারটি বাহাদুরপুর এলাকায় পৌঁছলে অপর একটি ট্রলারে আসা কয়েকজন লোক তিন হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা ট্রলার আগুন দিয়ে পালিয়ে যায়। পরে নদী পাড়ের স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে।

ট্রলারে থাকা রাজবাড়ী জেলার পাংশা থানার আবাসপুর গ্রামের সুমন মিয়া জানান, সকাল ১০ টার দিকে কয়েকজন লোক একটি ট্রলারে করে কয়েক এসে আমাদের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। আগুনে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুল ইসলাম।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top