অটো রিকশাসহ দুই চোর গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে চুরি হয়ে যাওয়া তিন চাকার ব্যাটারি চালিত একটি অটোরিক্সা উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার চর সিংগাইর গ্রামের জাহিদ ও একই গ্রামের সাব্বির।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিংগাইর উপজেলার ধল্ল্যা গ্রামের আব্দুল মজিদ তার বাড়ীর সামনের খালি জায়গায় অটো রিক্সাটি রাখলে সেটি চুরি হয়ে যায়। পরে মজিদের ভাগ্নে জানায় তার অটোরিক্সাটি কয়েকজন ফোর্ডনগর এলাকার দিকে নিয়ে যাচ্ছে। মজিদ খোঁজাখুজির ব্যাপারটি অব্যাহত রাখেন। একপর্যায়ে সোয়া ১২টার দিকে উপজেলার দক্ষিন ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানীর গেটের সামনে অটোরিক্সাটি দেখতে পায়। মজিদ মোটরসাইকেল নিয়ে অটোরিক্সার সামনে ব্যারিকেড দিলে চোর চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ওই দুই চোরকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘চুরি হয়ে যাওয়া অটোরিক্সাসহ চোরচক্রের দুই সদস্যকে ধরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ধল্ল্যা পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রের দুই সদস্য ও অটোরিক্সাটি হেফাজতে নেয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top