সিংগাইরে কৃষাণ-কৃষানীদের নিয়ে মাঠ দিবস

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মানিকগঞ্জের সিংগাইরে কৃষাণ-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কমলনগর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোহাম্মদ এনায়েত উল্লাহ, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান সপন বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশে তেল আমদানিতে সরকারের ২৬ হাজার কোটি টাকা খরচ হয়। সরকারের এই ব্যয় কমাতে দেশে তেল জাতীয় ফসল বেশি বেশি উৎপাদনের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। বারি -১৮ জাতের সরিষার তেল অত্যন্ত পুষ্টিমান সম্পন্ন। তাই এর আবাদ বাড়ানোর লক্ষ্যেই এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top