সরকার ৩৫ কোটি বই বিনামূল্যে দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সরকার ৩৫ কোটি বই বিনামূল্যে দিচ্ছে। যার দাম হাজার হাজার কোটি টাকা হবে। এই ধরণের নজির পৃথিবীর কোথাও নেই যেখানে বিনামূল্যে ছেলে মেয়েদেও বই দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়ার জন্য ৪ কোটি ছেলে মেয়েকে বিনামূলে বই দিয়েছেন।’

রোববার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙনে বই উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ^র পাল, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে ১ লাখ ৭০ হাজার ছেলেমেয়ে লেখাপড়া করে। শিক্ষা মন্ত্রনালয় থেকে মানিকগঞ্জের জন্য ১৭ লাখ বই দেওয়া হয়েছে।

সবখবর/ সারাদেশ

নিউজটি শেয়ার করুন
Scroll to Top