যে গ্রামে গেলে উধাও হয়ে যায় মানুষ
রহস্যময় পৃথিবীতে অনেক সহস্যময় স্থান রয়েছে যা মানুষের এখন পর্যন্ত অজানা। তেমনই এক জায়গা হলো রাশিয়ার উত্তর ওসেটিয়ার দারগাভসে। রুপ-বৈচিত্রে অনন্য ও সৌন্দর্যের মায়াজালে ঘেরা এই গ্রামটিতে মানুষ উধাও হয়ে যায়। তবুও গ্রামটির প্রতি আকর্ষণ বোধ করে পর্যটকরা। …