হাতে নিলেই গলে যায় যে মাছ!

আতাকামা স্নেইল ফিস

প্রশান্ত মহাসাগরের গভীরতম এলাকাগুলোর অন্যতম আতাকামা ট্রেঞ্চে একটি নতুন প্রজাতির মাছ আবিষ্কার করেন বিজ্ঞানীরা। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর তারা নতুন এ প্রজাতির মাছ আবিষ্কারের ঘোষণা দেন। এর নাম রাখেন হয় ‘আতাকামা স্নেইল ফিশ’।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ হাজার ফুট নিচে এদের বাসবাস। এ এমন এক মাছ, যার শরীর অদ্ভুত স্বচ্ছ। শরীরে কাটার সংখ্যাও নগণ্য। এর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এ মাছটি হাতে নিলেই গলে যায়।

আরো পড়ুন:হুয়াক্সি’ গ্রামের সবাই কোটিপতি

পৃথিবীর গভীর তলদেশে বাস করা এ মাছেরা মোটামুটি তিন রঙের হয় নীল, গোলাপি ও বেগুনি। তাদের এ নরম শরীরই তাদের প্রতিবন্ধক হয়ে ওঠে সমুদ্রের ওপরে।

আরো পড়ুন:স্বপ্নের শহর দার্জিলিং

দেখা গেছে, সমুদ্রপৃষ্ঠে আনা হলেও সেখানকার তাপমাত্রায় এরা গলে যায়। ‘আতাকামা স্নেইল ফিশ’-এর দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এগুলোর দাঁত ও অন্তঃকর্ণের হাড়। এ দুটো অঙ্গের কারণেই মাছগুলো নিজেদের দেহের ভারসাম্য রক্ষা করতে পারে এবং সাগরের গভীরে পানির প্রচণ্ড চাপের মধ্যেও বেঁচে থাকতে পারে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top