প্রেমের শহর মাতাবে মিমের ‘পরাণ’

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা পরাণ এর জয়জয়কার যেন চলছে তো চলছেই। তরুণ নির্মাতা রায়হান রাফীর এই সিনেমা যারাই দেখেছেন তারাই মুগ্ধ হয়েছেন। দেশ জুড়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

জনপ্রিয় এই ছবিটি এবার বিদেশেও রাজত্ব করছে। এই ছবিতেই নায়িকা হিসেবে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

আরো পড়ুন: খোলামেলা থাকতেই পছন্দ করেন উর্ফি জাবেদ

ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরা পরাণ দেখে মুগ্ধ হয়েছেন।  প্রেমের শহর হিসেবে খ্যাত ফ্রান্সের প্যারিসেও যাচ্ছে এই সিনেমাটি।

৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সেখানকার পাতে দ্য লা ভিলেত সিনেমা হলে পরাণের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ১০ থেকে  ১৩ সেপ্টেম্বর পাতে দ্য লা এবং ভিলেত গ্যঁমো সাঁ দনি সিনেমা হলে এটি প্রদর্শিত হবে।

আরো পড়ুন: সোহার টোটকা মেনে ব্যায়াম করলেই মিলতে পারে সুফল

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডাতেও পরাণ মুক্তি পাবে বলে জানা গেছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top