ডাকাত ধরে আইজিপির পক্ষ থেকে পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তা

মানিকগঞ্জে আন্তঃ জেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করায় পুলিশের আইজিপির পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার পেলেন শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ আহমেদ।

বুধবার দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় ফরিদ আহমেদের হাতে পুরস্কারের চেক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে শিবালয় থানাধীন শিবালয় উপজেলা হাসপাতালের কম্পাউন্ডের ভিতরে ফাকা জায়গায় থেকে অজ্ঞাতনামা ৫ জন ডাকাত ভিকটিম মোঃ আক্কাস আলীর অটোরিক্সা (হ্যালোবাইক)টি যাহার মূল্য অনুমান ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা ছিনিয়ে নেয় এবং তাকে তাদের ব্যবহৃত ০১টি গাড় নীল রংয়ের প্রাইভেট কার যাহার রেজি নং-ঢাকা মেট্রো-গ-১১-৮২১৫তে জোর পূর্বক তুলে মানিকগঞ্জ এর দিকে রওনা করে। উপজেলা হাসপাতালের সামনে অবস্থানরত স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে অটোরিক্সা (হ্যালোবাইক)টি অজ্ঞাতনামা ১ জন ডাকাতসহ আটক করে এবং বিষয়টি শিবালয় থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে শিবালয় থানায় কর্মরত পুলিশ পরিদর্শক(তদন্ত)/শেখ ফরিদ আহমেদ এবং শিবালয় থানা এলাকায় জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই/মোঃ কাদের শেখ ও সংঙ্গীয় ফোর্সসহ উথুলী উপজেলা হাসপাতালের সামনে ঘটনাস্থলে পৌছে ধৃত ডাকাতসহ ভিকটিমকে বহনকারী প্রাইভেট কারের পিছনে ধাওয়া করেন। একই তারিখ দুপুর অনুমান ০২.৪৫ ঘটিকার সময় মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া নামক স্থানে পুলিশ পরিদর্শক(তদন্ত)/শেখ ফরিদ আহমেদ সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ স্থানীয় লোকজনের সহায়তায় প্রাইভেট কারসহ ০৩ জন ডাকাতদেরকে আটক করেন। আন্তঃ জেলা ডাকাত চক্রের ০৪ সদস্য গ্রেফতারের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top