কৃষি জমি থেকে মাটি বিক্রি, দুই জনের জেল-জরিমানা

মানিকগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়িকে ২০ দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই দুই ব্যক্তিকে ১০ লাখ টাকা অর্থদন্ডও করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম ইউনিয়নের দেলধা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

সাজাপ্রাপ্তরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার নওগাঁ এলাকার হাজী আব্দুল ওয়াহাবের ছেলে আবু বকর সিদ্দিক ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে জাহেদুল ইসলাম।

আসমা উল হুসনা জানান, সাজাপ্রাপ্তরা ওই এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দুই মাটি ব্যবসায়িকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে দুইজনকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা অর্থ দণ্ড আরোপ ও আদায় করা হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top