চীনের জিয়াংসু প্রদেশের ‘হুয়াক্সি’ গ্রামের প্রতিটি ঘরের আকার এবং নকশা একই রকমের। এটাকে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম বলে দাবি করা হয়। এটি সুপার ভিলেজ নামেও পরিচিত।
১৯৬১ সালে গড়ে ওঠে এই গ্রামটি। হুয়াক্সিকে সোস্যালিস্ট গ্রামের তকমা দিয়েছেন গ্রামবাসী। এক সময় যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন, এখন তারা সবাই কোটিপতি। গ্রামের প্রতিটি বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কমপক্ষে ১০ লাখ ইউয়ান (প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা)। এ গ্রামে সব মিলিয়ে ২ হাজার জনের বসবাস।
আরো পড়ুন:স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ গ্রামের প্রত্যেক বাসিন্দাকে বিলাসবহুল ঘর, গাড়ি এবং জীবনযাপনের সব রকম সুযোগ-সুবিধা দেয়া হয়। নিয়মের দিক থেকে বেশ কড়াকড়ি রয়েছে হুয়াক্সিতে।
আরো পড়ুন:স্বপ্নের শহর দার্জিলিং
এখানে গ্রামবাসীকে সপ্তাহে সাতদিনই কাজ করতে হয়। কোন ছুটি নেই। গ্রামে জুয়া, মাদক নিষিদ্ধ। কেউ যদি একবার এ গ্রাম ছেড়ে চলে যান, তা হলে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় প্রশাসন।
সবখবর/ নিউজ ডেস্ক