স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

সরকার মুক্তিযুদ্ধের অসামরিক সেক্টর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম পরিচয় ছিল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র।

১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ‘স্বাধীন বাংলা’ প্রত্যয় যুক্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্ম। জন্মলগ্নে অবশ্য এর নাম দেয়া হয়েছিল ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’।

চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থায়িত্ব ছিল ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত।

পাকিস্তান বিমান বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে ৩০ মার্চ ১৯৭১ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ৩ এপ্রিল ১৯৭১ ভারতের সাবরুম থানার বাগফা থেকে একটি ২০০ ওয়াটের শর্টওয়েভ ট্রান্সমিটারের সাহায্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন:স্বপ্নের শহর দার্জিলিং

পরবর্তীতে দশজনের একটি সম্প্রচার দল নিয়ে এ বেতার কেন্দ্র শালবাগানে ও বাগফা হয়ে বিলােনিয়া ফরেস্ট হিলস রােডে স্থানান্তরিত হয়ে ২৫ মে ১৯৭১ কেন্দ্রটি কলকাতায় স্থানান্তরিত হয় এবং একই দিনে সেখান থেকে কার্যক্রম শুরু করে। ঢাকা থেকে আসা রেডিও’র পুরােনাে স্টাফ ও নবাগতদের সমন্বয়ে ২৬ মে।

১৯৭১ থেকে এটি একটি পূর্ণাঙ্গ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র রূপে ৩য় পর্বের কার্যক্রম শুরু করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিও হিসেবে ব্যবহৃত হয় কলকাতার বালিগঞ্জ সার্কুলার রােডের ৫৭/৮নং বাড়িটি।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top