হরিরামপুরে ‘আর্জেন্টিনা বাড়ি’

আর্জেন্টিনা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে আমাদের দেশেও। মানিকগঞ্জের হরিরামপুরের এক যু্বক আর্জেন্টিনার পতাকার আদলে সম্পূর্ণ বাড়ি রং করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত হরিরাপমপুর উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের রুবায়েত রাসেল। প্রিয় দলের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে নিজের বাড়ি ও চারপাশের দেয়াল রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। বাড়িটি স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবে।

দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে পুরো বাড়ি রং করতে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন রাসেল।

তিনি আরো জানান, ছোট বেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত আমি। দলের প্রতি ভালবাসা থেকেই তিনি তার বাড়িটি আর্জেন্টিনার পতাকার আদলে রং করেছেন। তার প্রিয় খেলোয়াড় মেসির শেষ বিশ্বকাপ এটি। তাই তার প্রতি ভালবাসার নিদর্শন হিসেবেই এমন কাজ করেছেন তিনি। ইতিমধ্যে তার বাড়িটি স্থানীয়দের কাছে আর্জেন্টিনা বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে। তার বাড়ি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ প্রতিদিন ভীড় জমায়।

পুরো মানিকগঞ্জ জেলায় এমন ঘটনা এবারই প্রথম। রাসেলের আর্জেন্টিনা বাড়ি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন আর্জেন্টাইন ভক্তরা। ঘরটি দেখে আনন্দে-উল্লাসে মেতে উঠেছেন তারা। রাসেলের এমন কাজে সমর্থন জানিয়েছেন ব্রাজিলের সমর্থকরাও।

ফুটবল বাঙালির আবেগের খেলা। বিশ্বকাপের সময় ফুটবল নিয়ে উন্মাদনা থাকে সবচেয়ে বেশি। তবে এমন উন্মাদনা বাংলাদেশের ফুটবলকেও নিয়ে যাবে অনেক দূরে এমনটাই মনে করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ।

সবখবর/ খেলা

নিউজটি শেয়ার করুন
Scroll to Top