মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে ঘরসহ ৬ টি পাটের গুদাম পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ জামশা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বাবুল মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
আরো পড়ুন: পরকীয়ায় কাদের ঝোঁক বেশি?
বাজার কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। অগ্নিকান্ডে পাট ব্যবসায়ী আজগর আলী, বাদশা মিয়া ও হাবিবুর রহমানের ১২ মণ পাট পুড়ে গেছে। এতে ঘরসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের বরাত দিয়ে দাবী করেন।
সবখবর/ নিউজ ডেস্ক