পরকীয়ায় কাদের ঝোঁক বেশি?

পরকীয়া সম্পর্ক

বর্তমানে বিয়ের মত চিরবন্ধনের সম্পর্ক গুলো কেমন যেন ঠুনকো হয়ে যাচ্ছে। এক নিমিষেই প্রেম আবার অল্প সময়ের মধ্যেই সেই প্রেমের সম্পর্ক গড়াচ্ছে বিয়েতে গিয়ে। তবে বেশি দিন টিকছে না এমন সম্পর্কগুলো। প্রতিনিয়তই ঘটছে বিচ্ছেদের মত ঘটনা।

তবে এসব বিচ্ছেদের পেছনে অনেক কারণ থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন পরকীয়া একটি অন্যতম কারণ।

অনেকের ধারণা, বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব এবং শারীরিক অপূর্ণতা থেকেই পরকীয়া সম্পর্কের সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক সময়ের এক সমীক্ষা বলছে, পুরুষ নয়, নারীরাই পরকীয়ায় বেশি আগ্রহী।

আরো পড়ুন: মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

অনেকেই মনে করেন যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলায় পরকীয় জড়িয়ে পরেন পুরুষ। কিন্তু ভিন্ন কথা বলছে বিজ্ঞান। সারাজীবন একই সঙ্গীর সঙ্গেহ থাকতে নারীদের সমস্যা হয়। পুরুষদের তুলনায় নারীরা যৌন সম্পর্কে অনেক বেশি বৈচিত্র এবং রোমাঞ্চ অনুভব করেন।

ওয়েডসডে মার্টিন নামের এক বিজ্ঞানী গবেষনা করে বলেন, নারীদের যৌন চাহিদা একটি বয়সের পর কমে যায়, এমনটা নয়। তবে একই রকম যৌনজীবন কাটাতে তারা পছন্দ করেন না। তার এই সম্পর্কের মধ্যে বৈচিত্রের খোঁজ করেন।

 ‘গ্লিডেন’ নামের একটি বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপ সমীক্ষা চালিয়ে দেখেছে, বিশ্বের প্রায় ৪৮ শতাংশ নারী পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top