শীতার্তদের মাঝে সালাম চৌধুরীর কম্বল বিতরণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙনের শিকার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ছয়টি ইউনিয়নে ১ হাজার ২০০ মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এবং ঢাকা মহানগরের (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী সালাম চৌধুরী।

বিকেল চারটার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ার চর এলাকায় পদ্মা নদীর তীরে ২০০ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর পর পর্যায়ক্রমে হারুকান্দি, বাল্লা, চালা, গালা, লেছড়াগঞ্জ ইউনিয়নে আরও ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়নে ২০০ করে ছয়টি ইউনিয়নে মোটে ১ হাজার ২০০ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় প্রকৌশলী সালাম চৌধুরী, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রূপক গাজীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী সালাম চৌধুরী বলেন, গত কয়েকদিন ধরে মানিকগঞ্জে শৈত্যপ্রবাহ চলছে। এতে হরিরামপুর উপজেলার পদ্মা ভাঙনের শিকার দুস্থ মানুষেরা শীতে দুর্ভোগে পড়েছেন। শীতার্ত এসব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top