মানিকগঞ্জের ১৭টি মসজিদে পাঠাগার প্রতিষ্ঠায় বই ও আলমারি বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহসপতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা অফিস কার্যালয় থেকে মসজিদ কমিটি ও ইমামদের হাতে বই ও আলমারি তুলে দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো: হারেজ সিনহা।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুহাম্মদ আশরাফুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর জামে সমজিদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শাহানুর ইসলাম, ফাউন্ডেশনের উচ্চমান সহকারী মোঃ শহিদুল্লাহ, হিসাব কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন মসজিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হারেজ সিনহা বলেন, ইসলামিক ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের মাঝে ইসলামী জ্ঞানসহ শিক্ষা প্রসারে সেবা দিয়ে আসছে। এই পাঠাগারগুলোর মাধ্যমে বিভিন্ন বয়েসী মানুষ ইসলামের সঠিক জ্ঞানার্জনের মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারবে। ইসলামিক ফাউন্ডেশনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।
সবখবর/ নিউজ ডেস্ক