ভারত সফরে শেখ হাসিনাকে দেয়া হবে ‘গার্ড অব অনার’

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে ভারতে যাবেন। এই সফরের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।  পবিত্র আজমির শরিফর সফর করারও কথা রয়েছে শেখ হাসিনার।

আরো পড়ুন: মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা

তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়সহ উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে। এই সফরের এখনো কয়েকদিন বাকি রয়েছে। প্রতিনিধি দলে কারা কারা থাকবেন সেই বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি।

এই সফরে দুই দেশের মধ্যে সর্ম্পকের উন্নয়নসহ সহযোগিতার নতুন দ্বার উন্বোচন হবে বলে আশা করা যাচ্ছে। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হবে। পাশাপাশি বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হতে পারে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top