রোহিঙ্গারা আমাদের দেশে অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। দ্রুত তাদের মিয়ানমারে ফেরত না পাঠালে আমাদের প্রিয় বাংলাদেশ অনিরাপদ হয়ে ওঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ৪৬ তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চারদিন ব্যাপী এই সেমিনার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন।
‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই সেমিনার শুরু হয়।
আরো পড়ুন: ১২ বছর পালিয়ে থেকেই র্যাবের হাতে ধরা খেলেন ব্যাংক কর্মচারী
এই সেমিনার যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিক।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার যে কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মিয়ানমার সরকাকে অনুরোধ জানিয়েছি তারা যেন রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়।
তিনি আরো বলেন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান বিশ্বে অত্যন্ত চ্যালেঞ্জিং ইস্যু। আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে চাই।
সবখবর/ নিউজ ডেস্ক