১২ বছর পালিয়ে থেকে র‌্যাবের হাতে ধরা খেলেন ব্যাংক কর্মচারী

RAB Manikganj

অর্থ আত্মাসাতের মামলায় গ্রেপ্তার করা হয়েছে আতোয়ার রহমান নামের এক ব্যাংক কর্মচারীকে। গ্রেপ্তার এড়াতে তিনি কখনো চালিয়েছেন রিক্সা, আবার কখনো হয়েছেন রাজমিস্ত্রি আবার কখনো কাজ করেছেন চায়ের দোকানে।

মাত্র সাত বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন দীর্ঘ ১২ বছর। তারপরও শেষ রক্ষা হয়নি তার।

৬০ বছরের আতোয়ার রহমানকে র‌্যাব-৪ এর একটি দল রবিবার সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকা থেকে গ্রেপ্তার করে।  

রবিবার রাতে র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আতোয়ারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: প্রেমের শহর মাতাবে মিমের ‘পরাণ’

গ্রেপ্তার আতোয়ার রহমানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তিনি ঘিওরের কৃষি ব্যাংকে পিয়ন পদে চাকরি করতেন।

মোহাম্মদ আরিফ হোসেন জানান, ব্যাংকের পিয়ন থাকাবস্থায় আতোয়ার রহমান বিভিন্ন গ্রাহকদের সঞ্চয়ের লক্ষাধিক টাকা আত্মসাত করেছেন। এমন অভিযোগে ব্যাংকের তৎকালীন ম্যানেজার তার বিরুদ্ধে ঘিওর থানায় অর্থ আত্মসাতের একটি মামলা করেন। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে ঢাকায় পালিয়ে যান। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০১০ সালের ২৩ মার্চ আতোয়ার রহমানকে ৭ বছরের সাজা ও ২৫ হাজার টাকা জরিমানা করেন। ঘটনার পর থেকেই আসামী আতোয়ার দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন।   

গ্রেপ্তার আতোয়ারকে ঘিওর থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ওই র‌্যাব কর্মকর্তা।  

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top