ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিততে রীতিমতো ঘাম ছুটে গেছে অস্ট্রেলিয়ার । ইনিংসের এক বল বাকি থাকতে ৩ উইকেটে জয় পেয়েছে তারা।
কারারা ওভালে বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৯ করে প্যাট কামিন্সের বলে আউট হন ওপেনার কাইল মেয়ার্স।
ওডেন স্মিথ শেষ দিকে ১৭ বলে ২৭ রান করেন। এতে করে বেড়ে যায় দলের সংগ্রহ।
অজি বোলারদের মধ্যে জস হ্যাজেলউড ৩টি উইকেট পেয়েছে। বাকি দুটি উইকেট নিয়েছে কামিন্স ও মিচেল স্টার্ক।
আগামী ৭ অক্টোবর ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
সবখবর/ নিউজ ডেস্ক