ঈদ প্রস্তুতি, পাটুরিয়ায় পুলিশের মতবিনিময় সভা

পাটুরিয়া

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে মানিকগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ৩ টার দিকে পাটুরিয়াস্থ পদ্মা রিভারভিউ রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এসময় অন্যান্যের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীনসহ বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় পুলিশ সুপার বলেন, ঈদে ঘুরমখো মানুষের পারাপার ও নিরাপত্তায় পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায় পুলিশের সাতটি পোস্ট একযোগে কাজ করবে। এছাড়াও অজ্ঞান পার্টি, মলম পার্টি ও থ্রট পার্টির কবলে যেন যাত্রীদের না পড়তে হয় সেজন্য পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top