৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

ডিবি পুলিশ

মানিকগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে জেলার সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সিংগাইরের গোলড়া গ্রামের মৃত সাইদুল্লাহ ওরফে শহিদুল্লাহ খন্দকারের ছেলে তৌকির আহম্মেদ ওরফে খন্দকার তৌকির (৩২) ও ঘোনাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো: জাহিদ (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে প্রায় দুই লাখ ৭০ হাজার টাকার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মাদক মামলা হয়েছে।

সবখবর/ সারাদেশ

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top